আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কিছুটা অনিশ্চিত। তবে অবশ্য দলে না থাকলেও ঢাকা টেস্টে রয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তবে ক্রিকেটার নয় ধারাভাষ্যকার হিসেবে।
বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে নিজের আন্তর্জাতিক ধারাভাষ্য ক্যারিয়ার শুরু করলেন তামিম ইকবাল।
গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই টেস্টে প্রথম দিনে ধারাভাষ্যের কথাটি জানিয়েছিলেন তিনি,তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন…
‘আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলের ছোট অংশ থাকব। আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ! দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বেলা ১টা ১০ এবং ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিটের স্লটে ধারাভাষ্য দিব আমি। ধারাভাষ্যের অভিজ্ঞতা আবারও নিতে মুখিয়ে আছি!’
আজ মিরপুরে ধারাভাষ্য দিতে এসে প্রেসবক্সে সাংবাদিকদের সাথে ও আড্ডায় মাতেন দেশ সেরা এই ব্যাটার । সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর ইসলাম বাবুর জন্মদিনের কেক ও কাটেন তিনি।
তবে এবারই প্রথম নয় এর আগেও অবশ্য ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল , ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তিনি।