ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে গতবারের ধারাবাহিকতায় এবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। মোট ১৫ পদের মধ্যে এই দল থেকে ১৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত সাদা দল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র একজন শিক্ষক।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান। ১৩৮১ ভোটের মধ্যে তিনি ৮৮২ ভোট পেয়েছেন। তিনি একাধারে সিনেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক। এবারই প্রথম তিনি শিক্ষক সমিতিতে নির্বাচন করেছেন। তিনি ১৩৮১ ভোটের মধ্যে ৮৪৫ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।
তৃতীয় সর্বোচ্চ ৮৪০ ভোট পেয়ে সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়া। তিনি এর আগেও সমিতির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের হলের প্রথম প্রভোস্ট ছিলেন। এছাড়া চলতি বছর অনুষ্ঠিত সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনই আওয়ামীপন্থী নীল দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সর্বোচ্চ ভোটে নির্বাচিত করায় সব শিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন এই তিন শিক্ষক।
এদিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন পরিচালক ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
এবারের নির্বাচনে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। তিনি ভোট পেয়েছেন ৮১৯টি। এর আগে টানা তিনবার তিনি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা পেয়েছেন ৭১২ ভোট। তিনি সিনেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপিপন্থি শিক্ষকদের সাদা প্যানেল থেকে জয় পাওয়া সহ-সভাপতি পদের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান পেয়েছেন ৬৭৯ ভোট। এর আগে তিনি সমিতির ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার কাছে ৪৭ ভোটে হেরেছেন নীল দলের প্রার্থী রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।