ঢাকার সাভারে তরুণকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ওই এলাকা থেকে সোহেলকে আটক করেছে পুলিশ। সে রেডিও কলোনি এলাকার মৃত কিতাব আলীর ছেলে। ঢাকা-আরিচা মহাসড়কের একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতো।
স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, কয়েকদিন আগে ঠাকুরগাঁও থেকে সাভারের রেডিও কলোনি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণ-তরুণী। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন তাদের আটক করে। পরে ওই তরুণকে আটক করে মারধর করে এবং একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে চা দোকানি সোহেল।
ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মোমেনুল ইসলাম।