আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ১৭মে বঙ্গবন্ধু কন্যা, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর, আওয়ামী লীগ সভাপতি, বিশ্ব মানবতার অগ্রদূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন হয়েছে।
জানা গেছে, ১৭মে বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার এবং সোনীয়া সরদার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞা, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ। এর আগে বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সময় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহেনা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান। তৎকালীন সময় দেশে ফিরতে পারেনি খুনি জিয়ার কারনে, অবশেষে দীর্ঘ ছয় বছর নির্বাসন থাকার পর খুনি জিয়ার রক্ত চক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭মে দেশে ফেরেন সারা বাংলা ও বাংলার সাধারণ মানুষের আকাঙ্ক্ষার শেষ আশ্রয় স্থল বিশ্ব মানবতার অগ্রদূত জননেত্রী শেখ
হাসিনা।
এদিকে দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন উপস্থিত না হওয়ায় জনমনে তীব্রক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।#