তানোর বিএনপিতে ফের প্রাণচাঞ্চল্য

বিএনপির নীতি নির্ধারক সাবেক মেজর শরীফ উদ্দিন।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, গত ১২ ডিসেম্বর রোববার তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নানকে সভাপতি,  তানোর পৌরসভার সাবেক মেয়র
মিজানুর রহমান মিজানকে সম্পাদক ও হযরত আলী মাষ্টারকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপি কমিটি ঘোষণা করেন স্থানীয় বিএনপির নীতি নির্ধারক সাবেক মেজর শরীফ উদ্দিন।
এদিকে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির রাজনীতিতে রাতারাতি হয়েছে নাটকিয় পরিবর্তন  ফিরে এসেছে প্রাণচান্চল্য। তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকেরা নিজেদের মধ্যে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল তারাও নতুন কমিটির আহবানে সাড়া দিয়ে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হবার ঘোষণা দিয়েছে।
জানা গেছে, উপজেলা বিএনপি ও ছাত্রদলের বিপদগামী কতিপয় নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বিরোধীতা করার নামে পৃথক বলয় সৃস্টির লক্ষ্যে দায়িত্বশীল পদে থেকেও তারা সংগঠনকে শক্তিশালী করতে কোনো ভুমিকা তো রাখেইনি বরং আওয়ামী লীগের
এজেন্ডা বাস্তবায়নে সৃস্টি করেছিল দলীয়কোন্দল, সাংগঠনিক অবস্থা ছিল নাজুক, ভেঙ্গে পড়েছিল চেইন অব কমান্ড, বিরাজ করছিল হ-য-ব-র-ল অবস্থা বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এদিকে স্থানীয় বিএনপির নীতিনির্ধারক সাবেক মেজর শরিফ উদ্দিন বিএনপির রাজনীতি গতিশীল, সাংগঠনিক কর্মকান্ড জোরদার ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজাতে ব্যাপক কর্মসুচি হাতে
নিয়েছেন।  এসব কর্মসুচির অংশ হিসেবেই তানোর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।#
Exit mobile version