মোঃ মিজানুর রহমান মিজান, তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ফেব্রুয়ারী মঙ্গলবার দিন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দালিলকৃত মোট ৫জন প্রার্থীকে নির্বাচনী প্রতিক বরাদ্ধ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার, তালতলী,বরগুনা । আসছে ১৬ মার্চ্ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ চেয়ারম্যান পদে প্রতিদন্ডীতা করার জন্য যারা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের মধ্যে-শারিকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীন আওয়ামীলীগের ত্যাগী নেতা ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল বাসার বাদশা তালুকদার(আ’লীগ) পেয়েছেন দলের মনোনিত নৌকা প্রতিক, শারিকখালী ইউনিয়নে পরিষদের প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল(সতন্ত্র) পেয়েছেন আনারস প্রতিক, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ নিজাম উদ্দিন(সতন্ত্র) পেয়েছেন ঘোড়া প্রতিক, শারিকখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি সদস্য তরুন সমাজ সেবক মোঃ ফারুক খান(ইসলামী আন্দোলন) পেয়েছেন দলের মনোনিত হাতপাখা প্রতিক, সাবেক কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য I নব-সৃষ্ট শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসক সদস্য মোসাঃ এলিচ (সতন্ত্র) পেয়েছেন চশমা প্রতিক । আসন্ন এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে দুইজন ও নির্দলীয়ভাবে সতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন সর্ব মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্ডীতা করতে যাচ্ছে।
এছাড়াও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১২ জন প্রার্থী ও সাধারন ৮টি ওয়ার্ডে ২৬ জন প্রার্থী উপজেলা রির্টানিং অফিসার কর্তৃক বরাদ্ধকৃত তাদের নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্ডীতা করতে যাচ্ছে। উল্লেখ্য যে একমাত্র ৯নং ওয়ার্ডে কালাম গাজী বিনা প্রতিদন্ডীতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।