তিন দিনের ব্যবধানে আবারও রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাবি সংবাদদাতা:
তিন দিনের ব্যবধানে আবারও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ ছাত্রবাস থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
মৃত শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার নর্থ রোডের বাসিন্দা আব্দুর রহমান সরকারের ছেলে। সে রুয়েটে সিএসই বিভাগের ১৭ সিরিজের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার (২০ মে) রাতে ছাত্রাবাসের শিক্ষার্থীরা সামিউরকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দরজার তালা ভেঙে সামিউরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামিউর রহমান আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমি নামের আরেক শিক্ষার্থী।##

 

Exit mobile version