এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিরামপুর দিওড় ইউনিয়নে মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র ঈদ উপহার প্রতিজন ১০ কেজি ভিজিএফ এর চাল বিতারণের শুভ উদ্বোধন করেন ৪ নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
দিওড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ৪১৮৫ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এই চাল বিতরণে পরিষদ ভবনে আলাদা ভাবে ২টি বুথ করা হয়েছে। একটি পুরুষ অপরটি মহিলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। এসময় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল সার্বক্ষনিক ভাবে তদারকি করে থাকেন। ইউনিয়ন পরিষদে উপস্থিত সকল বয়স্ক মহিলা পুরুষদের বিভিন্ন প্রকার আবদার পুরনের চিত্র দেখা যায়। উৎসবমুখর পরিবেশে চাল বিতরণ হয়েছে। অসহায় গরীব মানুষেরা এ চাল পেয়ে অনেক খুশি হয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার রকিবুল হাসান ও ইউপি সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রমুখ গন।