এলএইচ আকাশ ॥ দিনাজপুরের জয়রামপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১০৭৭ দাগের ১৯০ জে এল নম্বরের লীজ নেওয়া ৫২ শতকের পুকুরে, মালিক কে না বলে পুকুরে পাম্প বসিয়ে আবাদী জমিতে সেচ ও চাষ করা ২ মণ মাছ চুরির অভিযোগ উঠেছে।
কোতয়ালী থানার অভিযোগ সুত্রে জানা যায়,দিনাজপুর জেলার জয়রামপুর এলাকার মৃত ওহেদ আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম@ নবাব মুকুট তার দাদার সুত্রে র্দীঘ ১৫ বছর যাবত সরকার কর্তৃক লীজ নিয়ে বিভিন্ন জাতের রুই, কাতলা, মৃগা,সিলভার,কৈ,মাগুর,বাটা মাছ চাষ করে আসছেন । গত ৩১ আগষ্ট ২০২৪ কাউকে কিছু না জানিয়ে একই এলাকার মৃত মনিরের ছেলে মোঃ ইউনুস আলী(৫০)সহ অজ্ঞাত আরো চার পাঁচ জন মাছে ভরা পুকুরে সেচ পাম্প বসিয়ে জমিতে পানি দেন ও দুই মণ মাছ চুরি করেন। যার বাজার মুল্য ৪৫ হাজার টাকা এবং পুকুরে পাম্প বসিয়ে জমিতে সেচ দেওয়ার কারণে আরো ২০ হাজার টাকার মাছ ক্ষতিসাধন করেন। ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং বিকাল ৩ ঘটিকায় বিবাদী কে পানি ও মাছ চুরির বিষয়ে প্রতিবাদ করা হলে। অখত্য ভাষায় গালিগালাজ ও পুকুর জবর-দখল করে মেরে লাশ পুতিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করেন ইউনুস। নিজের প্রাণ বাচাঁতে ও আইন প্রতি শ্রদ্ধা রেখে সুবিচারের আশায় থানায় অভিযোগ করেছেন নবাব মুকুট।
অভিযোগে আরো উল্লেখ রয়েছে,গত ইরি মৌসুমেও বিবাদী ইউনুস আলী বোরিং থাকার পরেও পুকুরে পাম্প বসিয়ে আশে পাশের জমিওলাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে জমিতে সেচ ও ১৫ লক্ষ টাকার মাছ চুরি করে বিক্রি করেন । এলাকার গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার শালিশে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রর্থনা করলে সরল মনে ক্ষমা করেন মোঃ তাজুল ইসলাম@ নবাব মুকুট।
এবিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত অনুযায়ী আইনয়ানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি ‘সীতাতলার মেলা শুরু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ের জামগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহি শীতাতলার মেলা। উপজেলার...