দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ “নারী এবং কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৫ ডিসেম্বর বৃস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জাতীয় মহিলা সংস্থার অফিস পর্যন্ত একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম। র‌্যালী শেষে শহরের মুন্সিপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, জেলা জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম অফিসার সাবিহা বিনতে আনোয়ার, তথ্য সেবা কর্মকর্তা উম্মে কুলসুম। এছাড়াও উপস্থিত সংস্থার শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজভিন ইসলাম।

Exit mobile version