নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরে ক্যান্সারসহ বিভিন্ন রোগীর মাঝে সমাজসেবা দপ্তরের ২০ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শহর সমাজসেবা কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া ৪০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে এককালীন এই ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ৬ষ্ঠ তলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উক্ত অনুদানের চেক বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচী সংক্রান্ত জেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. ময়নুল হক।
শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মুনির হোসেন, সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে বক্তব্য রাখেন ক্যান্সার রোগীদের মধ্য থেকে মো. হোসেন।