মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৪তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ (MECA) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর ২য় দিন আজ (২১ ফেব্রুয়ারি ২০২৫) জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; কলেজের অধ্যক্ষ; সভাপতি ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ ও অভ্যাগত অতিথিবৃন্দ।
এরপর সেনাবাহিনী প্রধান ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। অতঃপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।
Exit mobile version