স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নজরুল পরিষদ-দিনাজপুর এর আয়োজনে শতবর্ষী নাট্য সমিতির মঞ্চে পালিত হলো যুগ স্রষ্ঠা-জীবন দ্রষ্টা ও মানবতার অসাম্প্রদায়ীক কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্ম জয়ন্তী।
কবি’র অনবদ্য সৃষ্টিকে স্মরণ করে এবারের আয়োজনে ছিলো নজরুল পরিষদের নজরুল সঙ্গীত প্রশিক্ষণে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল পরিষদ দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ডাঃ শহীদুল ইসলাম খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নিজামউদ্দীন আহমেদ রয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল পরিষদের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও ১২৫তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক রবিউল আউয়াল খোকা, সদস্য সচিব প্রদীপ ঘোষ। আলোচক হিসেবে “যুগ স্রষ্ঠা, জীবন দ্রষ্টা ও মানবতার অসাম্প্রদায়ীক কবি কাজী নজরুল ইসলাম” শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লাল মিয়া। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবিই ছিলেন না, ছিলেন যুগ স্রষ্টা- জীবন দ্রষ্টা ও মানবতার অসাম্প্রদায়ীক একজন কবি। তিনি যেমন ইসলামের প্রচুর গান রচনা করেছিলেন ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের জন্য ধর্মীয় কীর্তন ও ভক্তিমূলক গান রচনা করেছেন। এতেই প্রমাণ হয় তিনি একজন অসাম্প্রদায়ীক ও মানবতার কবি। সঙ্গীত পরিবেশন করেন পম্পি সরকার, কৃত্তি রায়, মনিষা সরকার, শিমুল, বর্ণমালা, প্রজ্ঞা ঘোষ, রেখা সাহা, নজরুল ইসলাম, ডাঃ শহীদুল ইসলাম খান এবং আবৃত্তি করেন নুরে আলম সিদ্দিকী। তবলায় ছিলেন লোটন সরকার এবং কিবোর্ডে পলাশ দাস।