দিনাজপুরে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। গোর এ শহীদ বড় ময়দানে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, চেহেলগাজী স্মৃতিসৌধ ও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ।

জেলা প্রশাসনের পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের (কালিতলা) সভাপতি স্বরুপ বকশি বাচ্চুÑসাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এর নেতৃত্বে দিনাজপুর প্রেস ক্লাব , প্রেস ক্লাবের (নিমতলা) সভাপতি নুরুল হুদা দুলাল- সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু এর নেতৃত্বে দিনাজপুর প্রেস কøাব, জেইউডির সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট-সাধারণ সম্পাদক শাহিন হোসেন এর নেতৃত্বে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, সংগঠনের সাধারণ সম্পাদক রইস হায়দার ডিয়ার এর নেতৃত্বে দিগন্ত শিল্পী গোষ্ঠী, সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার্স অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান, সোনালী ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখার ডিজিএম(ইনচার্জ) মোঃ রুহুল আলম, প্রিন্সিপাল অফিস নর্থ এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার কৃষিবিদ আবু তারিক সিদ্দিকি, দিনাজপুর সাউথ এর এসপিও মোঃ নাজির সহ বিভিন্ন শাখার শাখা ম্যানেজার,এসপিও,পিও,এস,অফিসারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর এলজিইডি,দিনাজপুর সড়ক ভবন, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুর সামাজিক বন বিভাগ, ডিসিসির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরির নেতৃত্বে দিনাজপুর চেম্বার অব কমার্স, দিনাজপুর জেলা ধান-চাউল ব্যবসায়ী গ্রুপ, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, ল্যান্ডমার্ক কলেজ, আইডিইবি, দিনাজপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবি,চিকিৎসক, জেলা আইনজীবি সমিতিসহ অন্যান্য সংগঠন জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।

সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। সকাল ৯টা হতে দিনব্যাপী দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে জেলা শিল্প কলা একাডেমি চত্বরে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুম, সেনাবাহিনী দিনাজপুরের ক্যাম্প কমান্ডার মেজর তানভীর, সাবেক বিভাগীয় কমিশনার আলহাজ্ব আজির উদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, জেলা জামাতে ইসলামীর আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মোঃ এনামুল হক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকসেদ আলী মঙ্গোলিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুদরত এ খুদা। শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

অপর দিকে দুপুর ১টায় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরেদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ যোহর অথবা সুবিধা সময় শহীদ বীরমুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হয়। সুবিধাজনক সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান (ক্রিকেট টুর্নামেন্ট/ ফুটবল/ কাবাডি/ হা ডু ডু খেলা) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যাটনি শো এর সময় সংশ্লিষ্ট সিনেমা হল এবং সুবিধাজনক স্থানে জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলসমুহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মিলনায়তনে/ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শনী করা হয়।

Exit mobile version