দিনাজপুরে সংশপ্তক যুব সংঘের আয়োজনে মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
সংশপ্তক যুব সংঘ এর উদ্যোগে দিনাজপুর ৪ নং উপশহর মাঠে ‘মুগ্ধ স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
শুক্রবার (৬ ডিসেম্বর-২০২৪) বিকেলে দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম হক খোকন এর সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আইয়ুব আলী, নাইন স্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও সংশপ্তক যুব সংঘ এর সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পিন্টু।
সংশপ্তক যুব সংঘ এর সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পিন্টু জানান, এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলায় তাহমিদ রাইটারস উপশহর ৩-০ গোলে এম এ এ এস স্টার উপশহর কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।##

 

Exit mobile version