নবী (সাঃ) এর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফা দাবীতে দিনাজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নবী (সাঃ) এর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফা দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা। গতকাল ১৩ জানুয়ারী’২৫ বিকালে দিনাজপুর জিলা স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’র আহবায়ক এস. এম. সারোয়ার, সদস্য এইচ এম আলভী, মোঃ জাহিদুল ইসলাম, তারেক আজিজ, মোঃ ঈশান, ওয়াসিফ, মুবাশি^র হাসান, শাহিন, আরমান, ইবনুর, হাবিব জামান বর্ণ প্রমূখ। এতে বক্তারা বলেন, ইসলামের চিরশত্রুরামহান আল্লাহ পাকের প্রেরিত রাসুলের (সাঃ)মানহানী করার অপচেষ্টা করে যাচ্ছে। ৯৮ ভাগ মুসলমানের দেশে এটা মেনে নেয়া যায় না। এজন্য আমাদের ১ম দাবী- নবী (সাঃ) এর অবমাননাকারীদের অবশ্যই অবশ্যই অবশ্যই ফাঁসি দিতে হবে।২য় দাবী- শতকরা ৯৮ ভাগ মুসলমানের এই দেশে অবশ্যই দ্বীনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং শরীয়তসম্মত শিক্ষাসূচী ও পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।৩য় দাবি- ইসকন নেতা চিন্ময় এবং তার সহযোগীসহ সকল উগ্রসন্ত্রাসী হিন্দু নেতাদের ফাঁসি দিতে হবে। ৪র্থ দাবী-দেশের মুসলমানদেরকে ধোকা দিয়ে ৬৮ কোটি টাকা ব্যায় করে নেপালের লুম্বিনীতে বৌদ্ধ মঠ কমপ্লেক্স বানানোর সরকারী পরিকল্পনা অবশ্যই বাদ দিতে হবে। ৫ম দাবী- ভারতীয় এবং বিদেশী সব ধরণের আগ্রাসন প্রতিহত করতে হবে। ভারতীয় পণ্য এবং ভারতের ও বিদেশী কাফিরদের পণ্য বর্জন করতে হবে। ৬ষ্ঠ দাবী- হক্কুল ইবাদ রক্ষার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং চিকিৎসা সেবার মূল্য কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। ৭ম দাবী- ইহুদিবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ৬৫ পণ্য ও সেবার ভ্যাট-সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ৮ম দাবী- শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম দ্বিগুণ করার মহাজুলুমবাজী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ৯ম দাবী- উপজাতিদেরকে কখনই আদিবাসী বলা যাবেনা। পার্বত্য চট্টগ্রাম এবং উপজাতিদের নিয়ে বিদেশী সকল চক্রান্ত প্রতিহত করতে হবে। ১০ম দাবী- মানুষের কল্যাণে এবং জননিরাপত্তার প্রয়োজনে জন্য অবিলম্বে রাস্তার বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে। ১১তম দাবী- বাংলাদেশে সমস্ত অপকর্মের হোতা হিসেবে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা বাতিল করতে হবে। ১২তম দাবী- দেশের মধ্যে এবং সারা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই হযরত খোলাফায়ে রাশেদীনের শাসন প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে হবে। ১৩তম দাবী- শতকরা ৯৮ ভাগ মুসলমানের এই দেশে অবশ্যই পবিত্র শবে মেরাজের ছুটিকে বাধ্যতামূলক করতে হবে। পবিত্র শবে বরাতের জন্যও কমপক্ষে ৩ দিন বাধ্যতামূলক সরকারী ছুটি দিতে হবে।১৪তম দাবী- পবিত্র যাকাত মুহম্মদিয়া জামিয়া শরীফে পৌছাতে হবে। বিদ্যানন্দ, আনজুমানে মফিদুল ইসলাম, কোয়ান্টাম ফাউন্ডেশন বা এই জাতীয় সন্দেহজনক যাকাত ফান্ডে যাকাত দিলে যাকাত আদায় হবেনা।১৫তম দাবী- সকল মুসলমানকে পবিত্র সুন্নত মুবারক পালন করতে হবে ও প্রচার করতে হবে এবং প্রচারকেন্দ্র করতে হবে।

 

Exit mobile version