দিনাজপুরে সিটি পার্কে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন- অনুষ্ঠিত

 

স্টাফ রিপোটার ঃ বাংলাদেশ সোসাইটি ফর দি এনফোর্সমেন্ট আ্যান্ড হিউমেন রাইটস (বি এসই.এইচ.আর) বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে বন ভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ফেব্রুয়ারী দিনাজপুর সিটি পার্কে আয়োজিত বন ভোজনে সংস্থাটির কর্মকর্তা, উপদেষ্টা, সদস্য ও অতিথিগণ নান্দনিক সৌন্দর্যে ঘেরা জাকজমক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সিটি পার্কে রেস্ট হাউসের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সভাপতি এড.আবু রুশদ হাবিব সাধারণ সম্পাদক এড.এ কে এম রেজাউল কবীর চৌধুরী দপ্তর সম্পাদক মিজানুর রহমান শাহ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি আবু তালেব.সহ সম্পাদক মারুফ হোসেন, ফয়সাল জাহীদ, কোষাধ্যক্ষ সুপ্রিয় ব্যানার্জী, নির্বাহী সদস্য এস এম আজাহার রেজা লায়লাতুল রিমা সুরুচি সাংবাদিক মিজানুর রহমান সুবির চক্রবর্তী ছোটন ও অফিস সহায়ক আবু সাদাত মোঃ সায়েম প্রমুখ।
সংস্থাটির কর্মীদের মনোমুগ্ধকর লটারীর ৪টি ইভেন্টে মাধ্যমে বিভিন্ন খেলাধুলা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে ৩বার বিজয়ী হন এ্যাড. লায়লাতুল রিমা সুরুচি পরে পুরস্কারের মধ্য দিয়ে এ বনভোজন শেষ হয়।

Exit mobile version