স্টাফ রিপোর্টার ॥ “ভূমিতে আমার মালিকানা চাই- খাস জমি চাই- সক্রিয় অংশগ্রহন চাই” এই শ্লোগানকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর শনিবার কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এসোসিয়েশন (এএলআরডি)-ঢাকার সহযোগিতায় ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্নাই কাটাপাড়া আদিবাসী পাড়ায় নারীর ভূমি-কৃষি অধিকার বিষয়ক মাঠ পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিডিএ’র প্যারালিগ্যাল সভানেত্রী সামিনা হেম্রম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এএলআরডি’র উপ নির্বাহী রওশন জাহান মনি, ম্যানেজার প্রোগ্রাম সানজিদা খান রিপা, প্রোগ্রাম অফিসার ফারহানা ফেরদৌস, প্রোগ্রাম অফিসার সোহেল রানা ও সহকারী তথ্য কর্মকর্তা হেলেন নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র ম্যানেজার মোঃ জাহেদুর রহমান। সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায় এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন একতা নারী সমিতির প্যারালিগ্যাল জবা মুর্মু, গোলাপী, সুবর্ণা, সুলেখা, রহিমা খাতুন, সিরাজগঞ্জ হতে আগত এনজিও প্রতিনিধিদের পক্ষে হুসনে আরা জলি ও পুরুষ শক্তি সংগঠনের রাকিব হোসেন। উক্ত অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া, টাঙ্গাইল, জয়পুরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, গোবিন্দগঞ্জ, বরিশাল, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও দিনাজপুরের এনজিও প্রতিনিধিবৃন্দ। অভিজ্ঞতা বিনিময় সভায় জানানো হয়। নারীরা সচেতন ও অধিকার প্রতিষ্ঠার কাজ সম্ভব হয়েছে এখানে সিডিএর কারণে। নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাড়াই একসাথে ক্যাম্পেইনের মাধ্যমে তাদের মজুরী বৈষম্য দূর হয়ছে। ২৩টি পরিবার সরকারি ভূমিহীন সনদ পেয়েছে। ১০টি পরিবার পাঁকা বাড়ী পেয়েছে সরকার কর্তৃক। তারা নিজ উদ্যোগে এবং সিডিএর সহযোগিতায় পুষ্টিবাগান গড়ে তুলেছে।
ক্যাপশনঃ
“ভূমিতে আমার মালিকানা চাই- খাস জমি চাই- সক্রিয় অংশগ্রহন চাই” এই শ্লোগানকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর শনিবার কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এসোসিয়েশন (এএলআরডি)-ঢাকার সহযোগিতায় ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্নাই কাটাপাড়া আদিবাসী পাড়ায় নারীর ভূমি-কৃষি অধিকার বিষয়ক মাঠ পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এএলআরডি ঢাকা হতে আগত উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি।