দিনাজপুরে সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজে বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
‘‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ।
সোমবার (১০ ফেব্রুয়ারী-২০২৫) বিকেল ৩ টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি এর সভাপতিত্বে বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ বলেন, আমাদের বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়েছে। মানুষ বিজ্ঞান পড়ছে-শিখছে বিজ্ঞানকে ভালবেসে নয় বিজ্ঞানের সুবিধার জন্য। ছাত্র/ছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছে। বই পড়া, বিজ্ঞান শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পুর্ণ মানুষ হতে হবে। বিজ্ঞান পড়ে-শিখে শিক্ষার্থীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি এবং স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক মো. মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা হেলেন পিউরীফিকেশন, প্রাথমিক শাখার ইনচার্জ সি. স্মৃতি বাস্কে প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক হেনরী বুলবুল সিকদার ও প্রণতি হাসদা।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই খুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিবৃন্দ। নিজেদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করতে পেরে খুশি সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর খুদে বিজ্ঞানীরা। এতে শিক্ষার্থীদের ৬ শতাধিক প্রজেক্ট প্রদর্শিত হয়।
বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সেন্ট ফিলিপস্ হাই স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ##

Exit mobile version