বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা নির্বাহী কমিটির কমিশনার হলেন শাফিউল ইসলাম

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা নির্বাহী কমিটি কমিশনার নির্বাচিত হন ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীলফামারী সদর উপজেলার চড়চড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবু ছায়েদ চৌধুরী। তার প্রাপ্ত ভোট ২৯। সর্বমোট ৮১জন ভোটারের মধ্যে ৬৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাভুটি শেষে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বাংলাদেশ স্কাউটসের নীলফামারী জেলা নির্বাহী কমিটি কমিশনার হিসেবে শাফিউল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
Exit mobile version