দিনাজপুরে ১৮তম বাণিজ্য মেলার কাজের উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরে ১৮তম বাণিজ্য মেলা-২০২৫ এর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে মাসব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় গোর-এ-শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে ১৮তম বাণিজ্য মেলার কাজের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ¦ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।

দিনাজপুরের স্বনামধন্য মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট এর স্বত্তাধিকারী মো. মনতাজুল ইসলাম মনতা এর ব্যবস্থাপনায় ১৮তম বাণিজ্য মেলার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালক আখতারুজ্জামান জুয়েল, সানোয়ার হোসেন, বাদশা ইমাম আরাফাত, শাহ রেজাউর রহমান হিরুসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

উদ্বোধন শেষে দেশ, জাতি ও মেলার উত্তোরত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

প্রসঙ্গত, মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনায় প্রায় তিন শতাধিক স্টলের অংশগ্রহনে চলতি জানুয়ারী মাসেই দিনাজপুরে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এর আগে সর্বশেষ ১৭তম বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় গেল ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর।

Exit mobile version