দিনাজপুরে ৭ শতাধিক প্রতিবন্ধী, দরিদ্র, দুস্থ্য ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা শাখা।
গতকাল সোমবার সকালে দিনাজপুর মোহাম্মদ আলী এ- ফয়জুন নেছা মেমোরিয়াল স্কুলে এই শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম। এ সময় এফএনবি’র সভাপতি মিনারা বেগম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ব্র্যাকের দিনাজপুর প্রতিনিধি অমল কুমার দাম, সমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী, বুরো বাংলাদেশ এলাকা ব্যবস্থাপক আপেল মাহমুদ, আল ফালাহ’র প্রতিনিধি আয়েশা খাতুন, সিডিএ প্রতিনিধি বিনয় কুমার রায়, শান্তনা রানী, শিক্ষক নিরাঞ্জন হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দুস্থ্য ও অসহায়দের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো এগিয়ে এসেছে এজন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয়। সেই সাথে সরকারও কাজ করছে অসহায় ও দুস্থ্যদের জন্য। শীতার্ত মানুষের পাশে এসে তাদেরকে একটু সহযোগিতা প্রদানের জন্য সমাজের বিত্তবান ও সমাজসেবীদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে।
বাংলাদেশকে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বললেন ভারতের সেনাপ্রধান
বাংলাদেশকে ভারতের জন্য ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি...