স্টাফ রিপোর্টার ॥ ১৮ ডিসেম্বর বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য মঞ্জুর হোসেনের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, নির্বাহী সদস্য আ.ন.ম গোলাম রাব্বানী, নুরুল আলম, জাহাঙ্গীর আহম্মেদ এবং মরহুম মঞ্জুর হোসেনের পুত্র মোঃ ইসতেকার হোসেন সুমন উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম মোঃ আসলাম হোসেন দোয়া পরিচালনা করেন। শোক সভায় সভাপতি আব্দুস সামাদ বলেন, মহান আল্লাহ তায়ালা মরহুম মঞ্জুর হোসেনকে জান্নাত নসিব করুক এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা। মরহুম মঞ্জুর হোসেন দিনাজপুর ইনস্টিটিউটের একজন প্রবীণ সদস্য হিসেবে আমাদের হৃদয়ে থাকবে।