স্টাফ রিপোর্টার ॥ ১৭ নভেম্বর রোববার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস দিনাজপুরের আয়োজনে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তরুণদের তথ্য প্রযুক্তি ও উন্নত জীবন-যাত্রার মানোনয়নে বিভিন্ন অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার (রুঃদাঃ) মোঃ আব্দুল আলীম। মতবিনিময় সভায় বক্তারা বলেন, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ বিশাল ভূমিকা রাখতে পারে। যা দেশর উন্নয়নে তারুণ্যরা অগ্রণী ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাইনুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনাকুল ইসলাম রওনক।