প্রেস বিজ্ঞপ্তি
অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দিনাজপুর,২২ অক্টোবরঃ আজ ইউনিসেফ, বাংলাদেশ এর সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জেলায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচ পি ভি টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিত করণ সভা দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আব্দুল আলীম, সিনিয়র তথ্য অফিসার (রুটিন দায়িত্ব)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নূর-এ-আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর। বিশেষ অতিথি ও আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডা. কাওসার আহমেদ মেডিকেল অফিসার সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর ডিভিশনাল ট্রেনার এইচপিভি ক্যাম্পেইন ২০২৪, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর। বক্তব্য রাখেন সাবেক স্কাউট কমিশনার ও প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,শংকরপুর উচ্চ বিদ্যালয়,সদর, দিনাজপুর। পরে এইচ পি ভি টিকাদান বিষয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নউত্তর পর্ব রাখা হয়।
সভায় জেলায় বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন জনবসতি এলাকায় এইচ পি ভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকারেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অরিয়েন্টেশন দেয়া হয়।
সাধারণত তরুনীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন বৈশ্বিকভাবে তন্মধ্যে জরায়ু মুখ ক্যান্সার চর্তুথ সর্বোচ্চ। প্রতি বছর বিশ্বের ছয় লক্ষাধিক নারী জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে প্রায় তিনলক্ষ বিয়াল্লিশ হাজার জন মৃত্যুবরণ করে থাকেন। এর প্রায় ৯০% মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ঘটে থাকে। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে জরায়ু মুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার নারী মৃত্যুবরণ করেন জরায়ু মুখ ক্যান্সারে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচ পি ভি টিকা সংযোজন করেছে। আগামী ২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে জেলায় বিভিন্ন স্কুলে এবং এলাকায় ইপিআই কর্তৃক ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ঢাকা বিভাগ ব্যতীত সাতটি বিভাগের বিভিন্ন জেলায় এইচপিভি টিকাদান কর্ম সূচি চলবে।