রংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, যা গতবারে ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ। এইচএসসি ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে আট জেলার মধ্যে রংপুর জেলার পাশের হার ৮২ দশমিক ২০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। আর পাশের হার ৬৭ দশমিক ৯২ শতাংশ নিয়ে সর্বনি¤েœ রয়েছে পঞ্চগড় জেলা। আবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে। আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বোর্ডের নিজস্ব মিলনায়তনে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ ১৩ হাজার ৭৯৯ পরীক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৬ হাজার ৯৫৪ জন। গড় পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪২৯৫, যা গতবারে ছিল ৬৪৫৯ জন। ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৮১ দশমিক ০১ শতাংশ। বরাবরের মতো এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ও জিপিএ-৫ বেশী। এবারে শতভাগ পাশ করেছে ১৫টি, যা গতবারে ছিল ১৩টি কলেজ। তবে শূন্য ফলাফল অর্থাৎ একজনও পাশ করেনি এমন কলেজের সংখ্যা বেড়ে হয়েছে ২০টি, যা গতবারে ছিল ১৬টি। বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ৩১ হাজার ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৬৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৯৮ জন। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৯০.৭৮ শতাংশ। মানবিক বিভাগে ৭১ হাজার ৭৬০ জনের মধ্যে ৫২ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগে গড় পাশের হার ৭৩.৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪২৬৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ৭৯৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৬৬৮ জন। গড় পাশের হার ৬৪ দশমিক ৪৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৩০ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, এবারে মোট অকৃতকার্য হয়েছে ২৫ হাজার ১৬১ পরীক্ষার্থী। এবারে ২০টি কলেজ থেকে কেউই পাশ করতে পারেনি। যেসব কলেজ থেকে কেউই পাশ করতে পারেনি, কোন কারণ দর্শানো ব্যতিরেকেই সেসব কলেজ বন্ধ করে দেয়ার কথা জানান তিনি। তিনি বলেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ২০৪টি কেন্দ্রের মাধ্যমে ৬৬৫টি কলেজ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে শতভাগ পাশ করা কলেজের সংখ্যা ১৫টি, ১০-৫০ ভাগ পাশ করা কলেজের সংখ্যা ১৩০টি ও ৫০-৯৯ ভাগ পাশ করা কলেজের সংখ্যা ৪৯৮টি। পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর জেলায় পাশের হার ৮২ দশমিক ২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৮৬৫ জন, গাইবান্ধায় পাশের হার ৭৬ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪৯৮ জন, নীলফামারীতে পাশের হার ৮১ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭৮৮ জন, কুড়িগ্রামে পাশের হার ৭৪ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯০৩ জন, লালমনিরহাটে পাশের হার ৭৬ দশমিক ২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০৬ জন, দিনাজপুরে পাশের হার ৭৬ দশমিক ৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১১০ জন, ঠাকুরগাঁওয়ে পাশের হার ৭৬ দশমিক ১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১০৫ জন আর পঞ্চগড় জেলায় পাশের হার ৬৭ দশমিক ৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪২০ জন।
হাসনাত আবদুল্লাহ সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কেনা যাবে না
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন...