দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় ২২তম বার্ষিক সাধারণ সভা-২০২৩-২০২৪ অর্থ বছর বালুবাড়ী আনন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ দিনাজপুরের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের ভাইস চেয়ারম্যান ও বালুবাড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান সেতারা বেগম, ক্লাস্টার প্রতিনিধি পরিষদ, দিনাজপুর ও বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ একরাম হোসেন তালুকদার। বার্ষিক প্রতিবেদন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ট্রেজারার মুহাম্মদ আজিজার রহমান। প্রতিবেদনের উপর আলোচনা করেন হিরণময় দত্ত ও তুষার কান্তি রায়। উপস্থিত সদস্যরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারী এম,এম রুহুল আমিন সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম, নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ খরশেদুল ইসলাম, সাবেক ডিরেক্টর কাল্ব “ক” অঞ্চলের মোঃ একরামুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কালব দিনাজপুরের জেলা ব্যবস্থাপক অরুন কুমার। সভা শেষে সদস্যদের কৃতি সন্তানদের এসএসসি, দাখিল, সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়। প্রধান অতিথি উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম বলেন, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে অডিট, সাধারণ সভা আর নির্বাচন যদি সঠিকভাবে করা হয় তাহলে সেই সংগঠন উন্নয়নের দিকে এগিয়ে যাবেই।

Exit mobile version