দিলারা জামানের ‘প্রেম দিওয়ানা দাদী’

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। বয়সের কারণে এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই নেই আগের মতো ব্যস্ততা। এবার আসছে তার নতুন একটি নাটক। শিরোনাম ‘প্রেম দিওয়ানা দাদী’। এ নাটকের কাজ অনেক আগেই শেষ হয়েছিল। এবার দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী জারা জয়া। নাটকটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেক দিন আগে এ নাটকে অভিনয় করেছি। বয়সের কারণে গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে, এটি কমেডি ঘরানার গল্পে নির্মিত একটি নাটক। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন। আমার সঙ্গে সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে। আর নতুন যে মেয়েটি জারা জয়া, সেও চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কি, নতুনদের উৎসাহ দিতে হয়, তাতে তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয় আরও ভালো করার।’

 

নাটকটি নিয়ে জারা জয়া বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এত গুণী, এত মহান একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, গর্বিত। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজে সুযোগ দেওয়ায়। ধন্যবাদ সজল ভাইকে আমাকে সহযোগিতা করায়। এ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে দিলারা জামান এরই মধ্যে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন।

এ ছাড়া জাকারিয়া শৌখিনের পরিচালনায় আরও একটি নাটকের কাজও শেষ করেছেন।

Exit mobile version