‘প্রতিধ্বনি’-তে অভিনয় করে খুশি সাফা নার্ভাস ছিলেন সাফা হরর গল্পে সাফা ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’-তে সাফা

 

সাফা কবির সাধারণত যে ধরণের চরিত্রে অভিনয় করেনএ নাটকে সে ধরণের চরিত্র নয়। তাই শুটিংয়ের সময় বেশ নার্ভাস ছিলেন তিনি। তারপরও কাজটি করে বেশ খুশি। সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ সম্পর্কে এভাবেই জানালেন এ প্রজন্মের জনপ্রিয় এ অভিনেত্রী।

হররধর্মী গল্পে নির্মিত নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা। তবে জানালেন ভালো লাগার মতো একটি কাজ হয়েছে। সাফা কবির বলেন, ‘আমার কাছে মনে হয়আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাইযেটা আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে একধরনের উত্তেজনা কাজ করছিল। আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটাও পুরোপুরি হরর নয়। তাই শুরু থেকেই প্রতিধ্বনি নিয়ে আলাদা আগ্রহ ছিল। গল্পলোকেশনক্যামেরা ওয়ার্ক সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। অপেক্ষায় ছিলাম কবে কাজটি আসবে। কারণএই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই।’

হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিংয়ের সময় ভয়ে ছিলেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘হরর কাজ করবএটা ভেবে যেমন এক্সাইটেড ছিলামতেমনি ভয়েও ছিলাম। আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং হয়েছে। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনো বাড়িঘর নেইঅভিনয় করছি হরর গল্পে। সব মিলিয়ে ভয়ই লাগত। কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কোঅপারেটিভএত সুন্দর কাজ করেআমার তো মনে হয়নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সিকদার ডায়মন্ড জানানপ্রতিধ্বনি পুরোপুরি হরর নয়এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবেঅনেক দিন পর এক লেখক দেশে আসে। গল্প লিখতে সে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদ্‌ঘাটন করতে নামে লেখক।

প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপঅশোক বেপারীসাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি। 

Exit mobile version