দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে প্রতি বছরের ন্যায় গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু ।
এসময় ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১কেজি মুসুরি ডাল, ১লিটার সোয়াবিন তৈল, ৩কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট(১০০গ্রাম)দুধ, ১কেজি চিনি, সাবান প্রদান করা হয়। এছাড়াও ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে
জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী এবং ৩ শতাধিক পরিবারকে নগদ অর্থ বিতরণের রয়েছে তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি আপতুন নেছা খাতুন (একে)মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আংগারিয়া ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মাও. সগির আহম্মেদ , দুমকি উপজেলা যুবদলের আহবায়ক, জসীম উদ্দিন, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, জাতীয়তাবাদী কৃষকদল দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার ॥ “মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য” -এই গানের ছন্দকে সামনে রেখে দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কালিতলাস্থ পৌর মার্কেট কার্যালয় চত্বরে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ শ্রমিকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও প্রতিবারের মতো এবারেও বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।…
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের ন্যায় এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে এই…
আল আমিন মন্ডল(বগুড়া)।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুরের সাতচুয়া পূর্বপাড়ায় প্রবাসী-ব্যবসায়ী ও চাকুরিজীবী একতা ফাউন্ডেশন এর পক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। স্থানীয় সমাজ সেবক সাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং রামেশ্বরপুর ইউপির ৪নং ওয়াড ইউপি সদস্য স্বপন মন্ডল স্বপনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সমাজসেবক আনোয়ার হোসেন, সমাজ সেবক গোলাম রব্বানী রাজু, আল আমিন বিটু, আবু হাসান, মাইনুল ইসলাম, সৌমিক, মুঞ্জু, হুজাইফা, তামিম, জাহিদ, মেহেদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ ।অর্থায়নে ও সার্বিক দিক-নির্দেশনায় ছিলেন প্রবাসী আপেল মাহমুদ, মোক্তার রহমান মোক্তার,আল আমিন বিটু, মামুন আহমেদ ও মাসুদ আহমেদ সহ প্রবাসী অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার মাহফিল পূর্বে দেশ-জাতি ও সকল প্রবাসী পরিবারের সদস্যদের মঙ্গল-কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।