দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়নি। গত দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে, মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।
শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের মধ্যে ৯ জন চট্টগ্রামের, ৫ জন ঢাকার, ২ জন রাজশাহীর, ২ জন সিলেটের এবং বরিশাল ও ময়মনসিংহের ১ জন করে আছেন।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জনের। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।