শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যর আলোকে আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ পালিত হলো ঢাকাস্থ দোহার উপজেলায়। আজ শনিবার, ৮ মার্চ, ২০২৫, স্থানীয় উপজেলার পূর্ব লটাখোলার নতুন বাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শামীমা রাহিম শিলা। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপিকা ও দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা নাসরিন খানম আলফা।
এ অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি এর সহ-সভানেত্রী বিউটি আক্তার, সাধারণ সম্পাদিকা অনিকা ইয়াছমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহিদা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা তানিশা ইসলাম নিলা, সাহিত্য ও পাঠাগার সম্পাদিকা শারমিন উদ্দীন এবং সংগঠনের অন্যতম সদস্য শোরাইয়া তাছনিম সহ উল্লেখযোগ্য নারী সদস্য এতে উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন নারীরা সংসারের কাজ সম্পন্ন করে পুরুষের পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং আন্দোলনে নারীরা প্রেরণা ও শক্তি যুগিয়েছে।