দোহার ও কেরানীগঞ্জে পৃথক দুটি সংগঠনের ইফতার মাহফিল

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, ০৭-০৩-২০২৫, বিকেলে জয়পাড়ার হাজেরা ম্যানশনের আইএবি মিলনায়তনে এ ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো.মিরাজ হোসেনের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংখ্যালঘু সম্পাদক মো.কামাল হোসেন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের কার্যকরী সদস্য আ.মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মালেক, দোহার থানা মুজাহিদ কমিটির সদর মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি, দোহার পৌরসভা মুজাহিদ কমিটির সদর মো.আমজাদ হোসেন। ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি মিরাজ হোসেন জয়পাড়া বাজার ব্যবসায়ীদের সততা বজায় রেখে ব্যাবসা করার আহ্বান করেন।

 

কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

ঢাকার কেরানীগঞ্জে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, ০৭-০৩-২০২৫, সন্ধ্যায় মডেল থানার বামনসুর এলাকায় কামাল ওয়াসিস নামে একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের অন্যতম উদ্যোক্তা মোঃ নাজির হোসেন,বিএনপি নেতা মোহাম্মদ কামাল আহমেদ, নয়াবাজার কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক মিয়া, কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি প্রমুখ। এই ইফতার মাহফিল অনুষ্ঠানে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য, সাংবাদিক ও এলাকার সুধীজনরা অংশগ্রহণ করে। কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রায় তিন সহস্রাধিক সদস্য রয়েছে যারা স্বেচ্ছায় রক্তদান করে এই ক্লাবের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

Exit mobile version