ধর্মপাশায় মন্দির ভিত্তিক স্কুলের উদ্বোধন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের অধীনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা শ্রী শ্রী কালী মন্দির ভিত্তিক স্কুলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শীতেষ চন্দ্র সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবি বর্মণ। স্কুলটির শিক্ষক অমল চন্দ্র বর্মণের সঞ্চালনে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব চয়ন কান্তি দাস,মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা মতি লাল বর্মণ প্রমুখ।

Exit mobile version