রংপুর বিভাগীয় প্রতিনিধি: নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং নারী নিরাপত্তা নিশ্চিতসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ হয়েছে। গত ৯ মার্চ রবিবার সন্ধ্যায় রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর টাউন হল চত্ত্বর থেকে মশাল মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি নিশ্চিত করাসহ বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে উঠে। ধর্ষকের ফাঁসি চাই, তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়সহ নানা শ্লোাগান দেন তারা। পরে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে দেশে একের পর এক ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্র-জনতার দাবি করে বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। ধর্ষকদের ফাঁসি কার্যকর না করতে পারায় দেশে দিনেও চলাফেরায় অনিরাপদবোধ করছেন নারীরা। মশাল মিছিলে অংশ নিয়ে মোতাওয়াক্কীল বিল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, যুগের পর যুগ ধরে ধর্ষকদের বিচার হয় না। ধর্ষকরা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে। গ্রেপ্তার হলেও তাদের পক্ষে আইনজীবী লড়ে, তারা জামিন পায়। তারা জানে এর কোনো বিচার কোনোকালেই হয় না। দেশে চলমান পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। একই দাবিতে বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে লালবাগ এলাকা প্রদক্ষিণ করে। পরে লালবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।
ধর্ষকের ফাঁসির দাবিতে রংপুরে মশাল মিছিল
-
by admin

- Categories: বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Related Content
প্রেস সচিব পাঁচ দেশ ও কেইম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান
by admin মার্চ ১১, ২০২৫
উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
by admin মার্চ ১১, ২০২৫
উলিপুরে গার্ডিয়ান লাইফের মৃত্যুদাবির চেক বিতরণ
by admin মার্চ ১১, ২০২৫
পলাশবাড়ীতে আছিয়া ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন।
by admin মার্চ ১১, ২০২৫
পলাশবাড়ীতে গৃহবধু ধর্ষনের শিকার থানায় মামলা।
by admin মার্চ ১১, ২০২৫
ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি
by admin মার্চ ১১, ২০২৫