উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) অনুপ্রেরণায় জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সহ বাংলাদেশের যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণ করেছেন তাদের সকলের মাগফিরাতের উদ্দেশ্যে সোমবার (৩১ জানুয়ারি) পুলিশ লাইনস্ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা অনেক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে হারিয়েছি। এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের সার্বিক মঙ্গল কামনা করে সমবেদনা প্রকাশ করেন। এ সময় এস, এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), মীর শরিফুল হক, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, মোঃ শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, শিমুল কুমার দাস (ওসি ডিবি), জেলা গোয়েন্দা শাখা, নড়াইল সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।