উজ্জ্বল রায়, নড়াইল থেকে :নড়াইলে পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম ব্যাচের উদ্বোধন করলেন এসপি প্রবীর কুমার রায়।
জানুয়ারি শনিবার সকাল ১০ টায় নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে নায়েক ও কনস্টেবল পদের পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম ব্যাচের শুভ উদ্বোধন করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সদস্যদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও শারীরিক সক্ষমতা অর্জন এবং পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ, প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।