নড়াইলে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে রাত অনুমান ১১ টার সময় গোঁপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানাধীন নোয়াগ্ৰাম এলাকার মোঃ নাজমুল ইসলামের বসত বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) কেনা বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর নির্দেশ পুলিশ পরিদর্শক ওসি ডিবি সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এ এস আই মোঃ বিপ্লব শেখ, কনস্টেবল মোঃ মিন্টু নন্দী,শিবলী, ইব্রাহিম, হাসিবুর সহ নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম (৩১), পিতাঃ মৃত নজরুল ইসলাম,থানাঃ লোহাগড়া,জেলাঃ নড়াইলকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে তার দেখানো মতে বসত বাড়ির ঘরের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট এক কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এসময় মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Exit mobile version