নড়াইলে শীতার্তদের কম্বল বিতরণ

আমাদের দায়িত্ব ও কর্তব্য।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
রবিবার রাতে পুনাক ও জেলা পুলিশ নড়াইলের আয়োজনে নড়াইল পৌরসভা সর্বমঙ্গলা কালী মন্দির,রূপগঞ্জ ফাঁড়ি এলাকা ও নড়াইল সদর থানাধীন সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা মাঝিপাড়াসহ বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, প্রবীর কুমার রায়,পিপিএম (বার),পুলিশ সুপার,নড়াইল এবং রুনু দে, সভানেত্রী,পুনাক, নড়াইল।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তাই দুস্থ,অসহায়, সম্বলহীন ও দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করতে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।
Exit mobile version