উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশের টাকা উদ্ধার করে ভিকটিমের নিকট হস্তান্তর।গত ইং ২৯/১২/২১ তারিখ অভিজিৎ সাহা (৩০), পিতা- অরূপ সাহা, গ্রাম- লক্ষীপাশা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল বিকাশে টাকা হারিয়েছে মর্মে পুলিশ সুপার, নড়াইল বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ সুপার তাৎক্ষণিক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ এস আই (নিঃ) কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অভিযোগপত্রে বর্ণিত টাকা উদ্ধার করতে সক্ষম হন। ৭ জানুয়ারি শুক্রবার বিকালে প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার’র নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা তার কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত ২৫০০০/- (পঁচিশ হাজার) টাকা ভিকটিমের নিকট হস্তান্তর করেন। অভিযোগকারী হারানো টাকা পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং পুলিশ সুপার় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যদের ধন্যবাদ জানান।