নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ গ্রেফতার ১। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার এএসআই মোঃ সেলিম মুন্সী ও ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভা রুপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করার সময় মাদক ব্যবসায়ী মোঃ কবির মোল্লা (৫৫), পিতা-মৃত রুস্তম মোল্লা, গ্রাম- আলাদাতপুর (পৌরসভা), থানা ও জেলা- নড়াইল এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে গ্রেপ্তার করেন এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।
Exit mobile version