বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় আল্লু অর্জুন। ‘পুষ্পা—দ্য রাইজ’ তার সেই জনপ্রিয়তাকে সারা ভারতে ছড়িয়ে দিয়েছে। ১৭ ডিসেম্বর মুক্তির পর প্রায় ৩৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ১৪ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তির পর সেটা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়।
একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন অভিনেতা। এই সুযোগে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আলোচিত তামিল পরিচালক অ্যাট লির পরের ছবিতে ১০০ কোটি রুপি পারিশ্রমিক হেঁকেছেন তিনি! লিসা প্রডাকশনের ব্যানারে নাম ঠিক না হওয়া ছবিটি বানাবেন অ্যাট লি।
‘বাহুবলী’, ‘পুষ্পা’র মতো ছবিটি একই সঙ্গে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে। সেই ছবির জন্যই প্রস্তাব গিয়েছিল আল্লু অর্জুনের কাছে। তবে এ নিয়ে অভিনেতা, পরিচালক বা প্রযোজনা সংস্থার বক্তব্য পাওয়া যায়নি। ‘পুষ্পা’র কল্যাণে দুর্দান্ত এক বছর কাটানো আল্লু এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।