নরসিংদীতে ঈমানী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ব সুন্নী আন্দোলন, আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট, নরসিংদী জেলা শাখার উদ্যেগে গতকাল ১১ই ফেব্রুয়ারি, মঙ্গলবার আছর থেকে মধ্য রাত পর্যন্ত ধুকুন্দি, চিপাঘাট, বেলাব, নরসিংদীতে ঈমানী সুন্নী মহা সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।  হাজার হাজার ভাই বোনদের উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সালাতু সালাম মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাফসিরে মাশাহিদুল ঈমান এবং তাফহিমুল বুখারী শরীফের প্রণেতা, দুররুন নিজামী শারহুত তিরমিযী শরীফের প্রণেতা, ইমামে আহলে সুন্নাত, শায়খুল হাদিস, পীরে হক্কানী, ওলীয়ে রাব্বানী, একুশ পদক প্রাপ্ত, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাফেজ ক্বারী

আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্

প্রধান উপদেষ্টা: বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, প্রতিষ্ঠাতা: আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাষ্ট

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে দ্বীন- মিল্লাত, বিশিষ্ট লেখক ও গবেষক ও মিডিয়া আলোচক, আল্লামা মুফতি রেজাউল কাওসার

এমফিল গবেষক (ঢাকা বিশ্ববিদ্যালয়), খতিব, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম। আরো উপস্থিত ছিলেন আল্লামা হাবিবুর রহমান নিজামী, শায়ের আরিফুল ইসলাম নিজামী, পারভেজ আহমেদ রানা,শামীম মিয়া, আবুল মিয়া,ইমন মিয়া, পাভেল আহমেদ, শায়ের সিরাজুম মুনির ফয়সাল, শায়ের মোস্তাকিম মোল্লা, শায়ের ফজলে রাব্বী প্রমুখ।

মাহফিলে প্রধান মেহমান বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান,সকল গুন,সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ,সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না,তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষণ-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।

Exit mobile version