নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩০’ উদযাপিত

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) আজ গান, আবৃত্তি, নাচ এবং
পিঠার সুস্বাদু খাবার দিয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩০’ উদযাপন করেছে। অনুষ্ঠানটি আয়োজন
করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন।
শিক্ষার্থীরা নিজেদের হাতে বানানো ফেস্টুন, ফ্লায়ার্স, ব্যানারের মধ্য দিয়ে বসুন্ধরায় অবস্থিত
ক্যাম্পাসকে রাঙিয়ে তুলে। লাল-হলুদ পোশাকে হাজার হাজার শিক্ষার্থী হাতে ফুল নিয়ে পহেলা
ফাল্গুনকে বরণ করে নেয়।
এনএসইউর প্লাজা এলাকা ঐতিহ্যবাহী নৃত্য, লোকগান এবং ;পিঠা উৎসব এর বিভিন্ন ধরনের টক,
মিষ্টি এবং মশলাদার পিঠা প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত
পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
শিক্ষার্থীদের প্রতি বাংলা সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক আতিকুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয়
প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

Exit mobile version