মাস্কো গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টটি ২১শে ডিসেম্বর শুরু হয় যা ২৩শে ডিসেম্বর -প্রতিটি আলাদা ফরম্যাটের ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়।
টুর্নামেন্টটি ‘পুরুষ দ্বৈত’, ‘নারী দ্বৈত’ এবং ‘সম্মিলিত দ্বৈত’ তিনটি আলাদা ফরম্যাটে অনুষ্ঠিত হয়। পুরুষ দ্বৈতে ২২টি দল, নারী দ্বৈতে ১১ টি দল এবং সম্মিলিত দ্বৈতে ১৬টি দল অংশ নেয়। বাছাই পর্বের খেলার মাধ্যমে প্রতিটি ফরম্যাট থেকে দুটি দল বাছাই করে প্রতিটি ফরম্যাটের ফাইনালে কাঙ্ক্ষিত ট্রফির জন্য একে অপরের মুখোমুখি হয়েছিল। পুরুষ দ্বৈত থেকে, হাসান খান এবং রিদওয়ান ফাহিম; নারী দ্বৈত থেকে, নাফিসা রুবায়েত এবং রুবাবা আহমেদ; এবং সম্মিলিত দ্বৈত থেকে ফারিয়া রহমান রবি এবং হাসান খান; প্রত্যেকেই দুর্দান্ত খেলা প্রদর্শন করে তাদের নিজ নিজ ফরম্যাটে বিজয়ী হয়েছেন। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সস অনুষদের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. জি. এম. সায়েদুর রহমান এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের অধ্যাপক ও ডিন ড. হাসান মাহমুদ রেজা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল ক্লাব সবসময় তাদের সকল শিক্ষার্থীদের একত্রিত করার চেষ্টা করে এবং সারা বছর ধরে বেশ কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ব্যস্ত সময়সূচী থেকে সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে।
জানা যায়, উক্ত ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ এর মোঃ শাকিল আহমেদ (সভাপতি), আরিসা এনায়েত (সহ-সভাপতি), কাজী ফারিয়া ইসলাম (সাধারণ সম্পাদক), নাসিহা তাহসিন (কোষাধ্যক্ষ) ও মাহাদী হাসান ফাহিম (যুগ্ম-সাধারন সম্পাদক)এবং ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন সৈকত ও মুন্না হাসানের প্রচেষ্টায় ও পরিশ্রমে আয়োজনটি সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।
The COVID-19 pandemic had a tremendous impact on both the physical and psychological state of students, which is why the Badminton Tournament 2021, sponsored by MASCO Group, was held in order to allow students to relax and meet their peers in an open environment, while simultaneously taking part in a competitive and challenging sport.
This event featured three formats, namely ‘Men’s Doubles’, ‘Women’s Doubles’ and ‘Mixed Doubles’. A total of 22 teams participated in Men’s Doubles, while 11 teams participated in Women’s Doubles, and finally, 16 teams went up against each other in Mixed Doubles. Ultimately, two teams from each format faced off each other for the coveted trophy on the last day. In addition, the last day of the event also witnessed the respected faculties of the Pharmaceutical Department participating in the event.
From the Men’s Doubles, Hasan Khan and Ridwan Fahim beat off a strong comeback by the opposing team and managed to clinch the Grand Trophy. As for the Women’s Doubles, Nafisa Rubieth and Rubaba Ahmed showed great perseverance against an equally strong opposing team and managed to cement themselves as the proud winners of the Women’s Doubles Trophy. Finally, Faria Rahman Roby and Hasan Khan also put up a great show and triumphed in the Mixed Doubles as the champions. Dr. G. M. Sayedur Rahman, Associate Professor and Chair of the Department of Pharmaceutical Sciences, and Dr. Hasan Mahmud Reza, Professor, and Dean of School of Health and Life Sciences were present at the event to hand the trophies to the winning teams.
North South University Pharmaceutical Club always strives to bring together all the students of the department and actively tries to give the students a break from their hectic schedule by holding several events throughout the year. Pharmacy Badminton Tournament 2021 was one such event that was organized by members of NSUPC under the supervision of the EB panel 2021-2022: Md. Shakil Ahmed (President), Arisa Enayet (Vice President), Kazi Faria Islam (General Secretary), Nasiha Tahsin (Treasurer) & Mahadi Hassan Fahim (Joint Secretary). This event would not have been such a success without the sheer dedication and diligence of the sports secretaries, Sakib Hossain Saikat and Munna Hasan. NSUPC hopes to continue hosting such events in the near future.