৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স
(এসআইপিজি)’র অধীন সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এই দিনটি
উদযাপনে, সিপিএস এনএসইউ ডিবেট ক্লাবের সহযোগিতায় ‘এসআইপিজি পলিসি ডিবেট ১’ সহ বেশ কয়েকটি
ইভেন্টের আয়োজন করেছে। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি পরিবেশন ছাত্র
রাজনীতির বিকল্প আছে কী?’ এনএসইউ ল মুট কোর্টে সকাল ১১:০০ টায় বিতর্ক অনুষ্ঠান হয়। বিতর্কের
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্বনামধন্য বিতার্কিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, এবং
এনএসইউ ফ্যাকাল্টি এবং সিপিএস সদস্য মিজ পারিসা শাকুর। বিতর্কের মডারেটর ছিলেন এনএসইউ ফ্যাকাল্টি
এবং ডিবেট ক্লাবের উপদেষ্টা জনাব ওমর নাসিফ আবদুল্লাহ। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, এ দুপুর ২টায় সিপিএস
‘হোটেল রুয়ান্ডা’ নামে এনএসইউ’র শিক্ষার্থীদের জন্য একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
শিক্ষা ও গবেষণার মাধ্যমে শান্তি স্থাপনের লক্ষ্যে ২০২০ সালে এনএসইউ’র এসআইপিজি’র অধীনে সেন্টার ফর
পিস স্টাডিজ (সিপিএস) প্রতিষ্ঠিত হয়। সিপিএস শিক্ষক এবং গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম যা
সমসাময়িক মানবিক সংকটের দীর্ঘমেয়াদী এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানগুলির উপর জোর দিয়ে একটি
শান্তিপূর্ণ বিশ্ব তৈরিতে অবদান রাখতে সচেষ্ট। সিপিএস শিক্ষার্থীদের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের
সমাপ্তি ঘটে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং এনএসইউ’র শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।