বরিশাল ব্যুরো॥ ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী
তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকের স্কুল
ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন সোমবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত
হয়েছে। সকাল ৯টায় থেকে বিকাল ৪টায় পর্যনন্ত ব্যাপক উৎসাহ
উদ্দেপনার মথ্যে দিয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে
অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। প্রিসাইডিং
অফিসারের দায়িত্ব পালন করেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মোঃ আনোয়ারু আজিম।
যারা নির্বাচিত হয়েছেন (১)মোঃ জুলফিকার আলী জুয়েল শিকদার(১০৫
ভোট) (২)মোঃ আব্দুল মতিন মৃধা (১০২ ভোট) (৩) মোঃ ফিরোজ
হাওলাদার(৯২ ভোট,(৪) মোহাম্মদ মোতালেব হোসেন মল্লিক (৮১ ভোট
পেয়ে সদস্য পদে নির্বচিত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,
‘নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনার
দায়িত্ব নেবে।
একদিনে রেকর্ড সংখ্যক মানুষের ওমরাহ পালন
মক্কার গ্রান্ড মসজিদে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ ওমরাহ পালন করেছেন। জানা গেছে, বুধবার সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ ওমরাহ পালন...