অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাবেক সিনিয়র সাব এডিটর, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মরহুম মুজিবর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ ইউনিটি প্রেসক্লাব এর উদ্যোগে প্রেসক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক মুজিবর রহমান চৌধুরীর কর্মময় সাংবাদিকতা জীবন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ভূমিকার উপর আলোকপাত করা হয়।
ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মরহুম মুজিবর রহমান চৌধুরীর সহদর ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাংবাদিক সজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম।
উল্লেখ্য, ২২ আগস্ট ভোরে ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার মৃত হাবিবুর রহমান চৌধুরীর তৃতীয় ছেলে।
নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয় বলে মন্তব্য করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক...