পাবনায় তুচ্ছ কারণে এক নারী কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কানিজ আইরিন জাহান।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে কথোপকথনের একটি কলরেকর্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। অডিও রেকর্ডে শোনা যায়, ‘আপনি নারী হয়ে নারীদের সম্মান করেন না। আপনাকে এক থাপ্পড় মেরে আমি পাবনা ছাড়া করব কিন্তু। আপনার খুব বেশি আস্পর্ধা হয়েছে।’
সভায় কানিজ আইরিন বলেন, আমাদের জেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তি নাদিরা ইয়াসমিন জলি, যিনি আজকের গ্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। দাপ্তরিক ব্যস্ততার কারণে তাকে আমন্ত্রণপত্র দিতে একটু দেরি হয়েছিল। গতকাল (সোমবার) ১১টার দিকে ৭ মার্চের প্রোগ্রাম শেষ করে যখন আমি বাসায় যাই, তখন তিনি হঠাৎ করেই আমাকে ফোন করে বলেন যে, ‘এই আপনি আমাকে দাওয়াত করেন নাই কেন? আপনি কি হইছেন, আপনি ফালতু মহিলা। এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনাছাড়া করব।’
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরো বলেন, রেকর্ডটা আমি সব জায়গায় পৌঁছে দিয়েছি। আমি আমাদের এমডি স্যারকেও বলেছি। আমাকে উনি (এমপি) কাজের জন্য একশবার বকতে পারেন, হাজারবার বকতে পারেন। কিন্তু থাপ্পড় দেওয়ার কথা উনি বলতে পারেন না।
তবে এ ঘটনায় পাবনা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এমপি নাদিরা ইয়াসমিন জলি।
সংসদ সদস্য দাবি করছেন, তাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। তার ফোন থেকে ওই নারী কর্মকর্তাকে কোনো কল করা হয়নি। এ বিষয়ে তিনি কিছু জানেন না। এছাড়া নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কোনো আমন্ত্রণপত্রও তিনি পাননি।