নিম্ন আদালতের ৮১ বিচারককে বদলি

ঢাকাসহ দেশের নিম্ন আদালতে বড় রদবদল আনা হয়েছে। ৮১ জন বিচারককে একযোগে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বদলির বিষয়টি প্রকাশ্যে আসে। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বৃহস্পতিবার (২৯ আগস্ট)। একটিতে ৪৪ জন এবং আরেকটিতে ৩৭ জন বিচারককে বদলি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

এতে আরও বলা হয়, ‘বর্ণিত বিচারকদেরকে জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ০৩.০৯.২০২৪ তারিখে এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদেরকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া ৪৪ বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বদিল ৩৭ বিচারকের তালিকা নিচে দেওয়া হলো-

Exit mobile version